Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা ” কষ্টের নীরবতা “

কবি লাজু চৌধুরীর কবিতা ” কষ্টের নীরবতা “

কষ্টের নীরবতা
—————-লাজু চৌধুরী –

অনেক দিন ধরে তোমার ছায়াটা
আমার সাথে নেই।
এখন সময়টা আমার কবরের লাশের মত –
সময় গুলো মরুভূমির মত ইট,বালু পাথরের মত হয়ে গেছে —
দীর্ঘ দিন ধরে একটু একটু করে নষ্ট আর পচে যাচ্ছি।
মাঝে মাঝেই ভয় হয় —
আগামীকাল সকালটা পাবোত।

প্রতিদিনই দেখি বিষাদ গ্রস্ত মানুষের চোখ।
সময়টা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
পুরো পৃথিবী জুড়ে এখন দুঃসময়।

মৃত্যু অনিবার্য একদিন আমি ও হারিয়ে যাবো।
তোমার ছায়া খুঁজতে খুঁজতে ভীষণ ভাবে ডুবে গেছি –
ক্লান্ত হয়ে গেছি।

সারা পৃথিবী জুড়ে মৃত্যুর মিছিল —
তুমি ও তাদের তাদেরই একজন ।
যখন জানতে পারলাম ডাক্তার এসে বললো….

আপনার বোনের করোনা হয়েছে আমার ভিতরের
শহরকে যেনো বুলড্রোজর দিয়ে ভেঙ্গে চূরমার করে দিচ্ছে —
আমি নিজেকে সামাল দিলাম।
কখনও ভাবিনি আমি একটা ঝুকিপূর্ণ জীবনের পাশে
এসে দাঁড়াতে হবে।
কখনও ভাবিনি আমার পাশ থেকে একটা পৃথিবী
সরে যাবে।
2020- সালটা আমার দীর্ঘ জীবনের ইতি টেনে দিলো।

একটা ভাইরাস যার নাম করোনা।
সারা পৃথিবী জিম্মি হয়ে গেলো, একটি শিক্ষিত
আধুনিক সমাজ অসহায় হয়ে পড়লো।

কখনও ভাবিনি আমার পৃথিবীতে একটি ভাইরাস
যার নাম করোনা আমার পরিবারকে বুলড্রোজার দিয়ে
ভেঙ্গে চূড়ে শেষ করে দিবে।
আমার আদোরের ছোট্ট বোন জীবনের সাথে যুদ্ধ করেছে।
তিন দিন লাইফ সাপোর্টে ছিলো।
সাদা কাপড়ে মুড়ে ট্রেসারে করে নিয়ে এলো আমার
সামনে।
এও কি সম্ভব ?
পুরো পৃথিবী মনে হয় দুলছে।
সামলে নিলাম নিজেকে আর মনে মনে ভাবলাম
তুমি ও মৃত্যুর মিছিলে সামিল হলে ।

মৃত্যু অনিবার্য একদিন আমি ও চলে যাবো।
হারিয়ে যাবো এই পৃথিবী থেকে…..
ফেলে যাবো আনেক গুলো ভালো লাগা মুখ ….
যে ভাবে তুমি আমাকে ফেলে গেছো।
আজও তোমার ছায়া খুঁজি,
ভাবছি আমি চলে যাবার পর সবাই কি আমাকে মনে
রাখবে?

কবর অনন্ত যাত্রার প্রথম স্টেশন —-
আমরা শুধু ফ্লেট রুমে অপেক্ষা করছি।

লাজু চৌধুরী

Powered by themekiller.com