Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট বব চৌধুরীর প্রতিবেদন

কবি ও কলামিস্ট বব চৌধুরীর প্রতিবেদন

মুখে বলা যতটা সহজ চুপ থেকে সরে আসা ততটা সহজ নয়॥নারীদের সৃষ্টি করছেন পুরুষের পাঁজরের হাড় থেকে, এটা বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে॥🧡ভীষণ কষ্টের,এই ব্যথার কি যন্ত্রণা সেটা আমি বুঝি তর্ক করে স্ত্রীর সাথে জয়ী হওয়ার চেষ্টা করা আনেক বড়ো ভুল আপনি কখনো স্ত্রীর সাতে তর্কে করে জয়ী হতে চাওয়াটা করিয়েন না তখন সবাই বলবে এটা আপনার মেয়েলী স্বভাব।আপনি🧡 একটা কথা বললে উনি আপনাকে দশটা বলবে। এভাবে কথা বাড়তেই থাকবে। তার চেয়ে স্ত্রীকেই কথা বলার সুযোগ করে দিন। সে যখন দেখবে কবি নীরব, তখন আর বেশিক্ষণ বকবক করার স্কোপ পাবে না চুপ করে আরেক দিকে হাটা দিবে। একসময় নিজেই 🧡 রণেভঙ্গ দিয়ে বলবে, ধুত্তোরি! আমি কি মরা মানুষের সাথে কথা বলছি মানুষকে বিরক্ত করতে ভালো লাগে না। এজন্য চুপ হয়েই থাকি🧡রাগ কমে গেলে তার হাতে হাত রেখে বলুন, তুমি আমাকে যতই ঝাড়ি দাও না কেন, এই হাত আমি ছাড়ব না। একেবারে জান্নাত অবধি ধরে রাখব শক্ত করে। দেখবেন, সে তখন অন্তর থেকেই একটা অনুশোচনা বোধ করতে থাকবে।মনে মনে ভাববে, কোনো যে আমি এই মানুষটাকে হুদাই বকাঝকা করলাম। প্রত্যুত্তরের চেয়ে নীরব থাকা সাংসারিক লাইফে অনেকটা মাখনের মতো কাজ করে।🧡তর্কে জেতা কিংবা হারা ফ্যাক্ট না কথার সময় কথার জবাব দেয়া উচিৎ। চুপ করে কিছুর সমাধান দুনিয়াতে হয়নি, হবেও না সব মেয়ে মানুষই তর্কে জেতার জন্য তর্ক করেনা, সমস্যার সমাধান করতে গিয়েও অনেকসময় যুক্তিতর্ক হয়। এটা সহজ বিষয়। এতো কম্পলিকেটেড করার কিছু নাই 🧡ভাই স্ত্রীর কাছে যতো নরম হবেন ততো সে আপনাকে আঘাত দিবে তারা টাকা ছাড়া আর কিছুই বুঝে না টাকা দেন দেখবেন আপনার পা ধুয়ে পানি খাবে প্রেমের মরা জলে ডুবে না॥

Powered by themekiller.com