Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট বব চৌধুরীর প্রতিবেদন

কবি ও কলামিস্ট বব চৌধুরীর প্রতিবেদন

লেখকঃ বব চৌধুরীঃ
স্বামীকে বাধ্যগত করা এবং মিথ্যা কথা বলা মানুষিক ভাবে অসম্মান করা। একটি মিথ্যা বিশ্বাসের অনুভূতি তৈরি করতে পারে, যা একজন জীবনসঙ্গীকে জন্য খুবই ভয়ংকর হয়ে থাকে🦋আমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছি ॥মানসিক চাপের কারনে ঘুমিয়ে পড়েছি। মানসিক অবস্থা প্রভাবিত করতে পারিনি॥ আমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছি, তার সম্ভাব্য কারণ হতে পারে শারীরিক চিন্তা, বা দু:খের কোনো কারণ হবে।এটি আমার ভাবনাগুলির সমস্যা হতে পারে বা জীবনের কোন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার কারন প্রিয়জনদের থেকে কষ্ট পাওয়া।🦋বিশ্বাসের প্রতি সহজ ধারনা থাকলে সম্পর্ক শক্ত এবং সুস্থ থাকে॥ব্যক্তিগত সমস্যা অথবা কোন পুরনো দৃষ্টির কারণে যদি তুমি স্বামীকে বাধ্যগত করতে চাও, তবে তোমাকে প্রতিটি সময় অতি সতর্ক হতে বা থাকতে হবে। এটি তোমার ব্যক্তিগত সম্মান এই সমাজের মাঝে তোমাকে বাঁচিয়ে রাখতে পারে তোমার নিজের ব্যক্তিগত সম্মান বজায় রাখতে সাহায্য করতে পারে।মিথ্যা বলে তোমার সম্পর্কে সামনে দাঁড়ানো কোন ভাবে উপকারিতা হতে পারে না এমন একটা কাজ করা উচিত তো না এবং এটি বিশ্বাসঘাতক বলে তুমি পরিচিত হবে পৃথিবীর সামনে তা আজ হোক বা কাল হোক তোমার নিজের মুখোশ তুমি নিজেই খুলে দেবে একদিন এই পৃথিবীর সামনে॥সত্যির সঙ্গে মোকাবিলা করে তুমি নিজেকে আড়াল করে রাখতে পারবে না এই পৃথিবী থেকে, তুমি সময়ের সাথে সাথে তোমার নিজের মুখের কথা দিয়ে ধরা পড়বে এই পৃথিবীর কাছে। একটি সুন্দর সংসার ভেঙে দেওয়া খুবি সহজ তবে সম্পর্ক উন্নত করতে সাহায্য করতে পারা এবং ভবিষ্যতে কথা দিতে অবশ্যই বিশ্বাস অর্জন করতে হবে॥ বেইমান দের পরিচয় হোয় না এখন আমি আর কারো জন্য ভাবি না কে গেলো, কে থাকলো! যেই মানুষ গুলো দরকারে মনে করে তাদের সেটুকুই responce করি আবার নিজের মধ্যেই থাকি ব্যাস জিবনটা এইভাবেই চলছে। কথার ধিকার দিয়ে ও উগ্র কথা দিয়ে কতদিন তুমি বেঁচে থাকতে পারবে এই পৃথিবী থেকে।

Powered by themekiller.com