Breaking News
Home / অন্যান্য / বলুনতো ছবির বোরকা পরা আপা কে?

বলুনতো ছবির বোরকা পরা আপা কে?

বলুন তো কে এই বোরকা পরা আপা’? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথাটি লিখে অনেক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাব্ন্তী কর। আজ বিকেলে নাটকের শুটিংয়ের ফাঁকে সহ-শিল্পীর সঙ্গে মূলত ছবিগুলো তুলেছেন বলে জানান তিনি।

প্রশ্ন হচ্ছে, সেই সহ-সহশিল্পী কেন বোরকা পরেছেন? এ বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে ঊর্মিলা বলেন, ‘জাহিদ হাসান ভাইয়ার সঙ্গে অভিনয় করছি। নাটকের একটি দৃশ্যে তিনি বোরকা পরেন। গল্পের প্রয়োজনে তাঁকে বোরকা পরতে হয়েছে। শুটিং করার ফাঁকে মজা করেই ছবিগুলো আমরা তুলেছি।’

জাহিদ হাসান ও ঊর্মিলা ‘নার্ভাস ব্রেকডাউন’ শিরোনামে নাটকের শুটিং করছেন। সিরাজগঞ্জে জাহিদ হাসানের নিজের বাড়িতে শুটিং হচ্ছে। অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনা করছেন জাহিদ হাসান নিজেই।

এ বিষয়ে ঊর্মিলা বলেন,‘সিরাজগঞ্জে আমি প্রথমবার এসেছি। খুব সুন্দর জায়গা। জাহিদ হাসান ভাইয়ার বাড়িতে শুটিং করতে অনেক ভালো লাগছে। জাহিদ ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই চমৎকার।এবারও ভালো লাগছে।’

নাটকটির গল্পে সম্পর্কে ঊর্মিলা বলেন, ‘খুব ব্যতিক্রমী একটা গল্প। সুন্দর একটা বার্তা আছে নাটকের গল্পে। নাটকটি লিখেছেন দীপ্ত সূর্য।’

‘নার্ভাস ব্রেকডাউন’ নাটকটি আসছে ঈদে এটিএন বাংলা চ্যানেলে প্রচারিত হবে বলে জানান ঊর্মিলা।

error: Content is protected !!

Powered by themekiller.com