Breaking News

জামালপুর প্রতিনিধি ::

পেশাগত দায়িত্ব পালন করতে গেলে জামালপুরের সাংবাদিক নিপুন জাকারিয়া ও চিত্র সাংবাদিক শান্ত সহ পাঁচজনকে পিটিয়ে আহত করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়েছে। ঘটনাটি ঘটেছিল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা মহেশপুর কালীবাড়ি এলাকায়। আহত সাংবাদিকরা হলেন, চ্যানেল আইয়ের ক্যামারা পারসন শান্ত, প্রিন্ট মিডিয়া ও বাংলার মুখের জামালপুর প্রতিনিধি নিপুন জাকারিয়া,আসমাউল আসিফ,আশিক মাহমুদ ও সালাউদ্দিন মিঠু। আহত ক্যামরা পারসন শান্ত জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী রেজনুর ঈগল প্রতীকের প্রচার কেন্দ্র ভাংচুরের খবর পেয়ে জামালপুরের কর্মরত সাংবাদিকরা উপজেলার মহেশপুর কালীবাড়িতে যায়। পরে সেখানে সংবাদ সংগ্রহের কাজে চিত্র ধারন করতে গেলে পেছন থেকে জামালপুর সদর থানার পুলিশ বৈদ্যুতিক লাইন বন্ধ করে সাংবাদিকদের লক্ষ করে পিটানো শুরু করে। এত চ্যানেল আইয়ের ক্যামারা পারসন শান্তসহ পাঁচজন সংবাদ কর্মী আহত হন।পরে আহত চিত্র সাংবাদিক শান্তকে রাতেই জামালপুর হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। নিপুন জাকারিয়ার দাঁত পড়ে যাওয়ার ডেন্টালে চিকিৎসা নিচ্ছে।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারন সম্পাদক লুৎফর রহমান,সুশান্ত কান,সুরুজ্জামান,মোস্তফা মনজু,নুরল হক জঙ্গী,বজলুর রহমান,কাফি পারবেজ,আনোয়ার হোসেন,শরীফ,আনোয়ার হোসেন মুক্তা,আনসারী সুমন ও মঞ্জুরুল হক, নিপুন জাকারিয়াসহ অনেকে । বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ প্রেরণসহ মানববন্ধন কর্মসুচির কাজ হাতে নেয়ার দাবি জানান।

নিপুন জাকারিয়া
জামালপুর
০৬-০১-২৩

Powered by themekiller.com