Breaking News
Home / Breaking News / কবি আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা ” দেখা না হলে “

কবি আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা ” দেখা না হলে “

দেখা না হলে
– আব্দুল্লাহ আল মামুন রিটন

কিছু মানুষ অতীত হয়ে গেলে – সে গোপন
সে ভীষণ কঠিন বুকের ভেতর নিরেট আস্তরণ
ছোট ছোট জোছনার মতো অথচ ভীষণ উজ্জ্বল
তাকে যত্নে রাখতে হয় মনের সমস্ত ইন্ধন ঢেলে
দেখা হতে নেই- যে অতীত হয়ে গেছে একেবারেই।

তোমার সাথে এভাবে মুখোমুখি দেখা না হলে
একটা অনিবার্য নেবুলার কখনো জন্ম হতো না
বাহিরে ভীষণ সুন্দর অথচ ভেতরে দেখ জ্বলছে।
মহাজাগতিক বিস্ফোরণ ঘটত না বুকের ভেতর
তোমার আমার এই আকস্মিক দেখায় অহেতুক
পুড়ে যেত না আদিম সাক্ষী – সাজানো গ্যালাক্সি
অতীতটা অতীতের মতো সুন্দর থেকে যেত হয়তো।

Powered by themekiller.com