Breaking News
Home / Breaking News / সুনামগঞ্জে জলবায়ুর বিরুপ প্রভাব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে জলবায়ুর বিরুপ প্রভাব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
জলবায়ুর বিরুপ প্রভাব নিয়ে সুনামগঞ্জে দিনব্যাপী আগামীর জলবায়ু কর্মীদের নিয়ে সুনামগঞ্জে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে শহরের হাজীপাড়াস্থ হাওর বিলাস গেস্ট হাউসের কনফারেন্স রুমে কর্মশালা শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।
উত্তরণের বাস্তবায়নে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় সিডাটুগ্রো প্রকল্পের আওতায় কর্মশালায় এনজিও সংস্থা উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ রিয়াজুল ইসলাম কর্মশালাটি সঞ্চালনা করেন। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আমির হামজা । কর্মশালায় এ সময় সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,মাই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ,গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিজান,সাংবাদিক দৈনিক হাওরাঞ্চল কথা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আলাউর রহমান,জগন্নাথপুর উপজেলার উত্তরণ কর্মী মোঃ শাহিনুর রহমান ও তাপস কুমার দাশ এবং সুনামগঞ্জ জেলার সদর,শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলা থেকে জলবায়ু বিষয়ক কর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে টেকসই, স্থানীয় এবং সহজ সমাধান খুঁজে বের করা এবং আসন্ন কপ-২৮ এ সকলের সামনে উপস্থাপন করাই এই কর্মশালার মূল্য উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান। ##

সুনামগঞ্জ প্রতিনিধি
২২.১১.২০২৩

Powered by themekiller.com