Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা ” মন “

কবি লাজু চৌধুরীর কবিতা ” মন “

আমি রাত্রি বলছি —-
অনুভব আর অনুভুতি গুলো
তুমি কেড়ে নিওনা।

“তুমি চাও তোমার মস্তিষ্কের থেকে আমি সরে যাই”
তার চেয়ে চলো গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেই।
বুকের ভিতর যে প্রশান্তি আছে ওটা কেড়ে নিওনা —
আমি তোমাকে নিজের মত করে পাইনি —
তবে আমি তোমাকে নিজের করে রেখে দিয়েছি।

এক পড়ন্ত বিকেলে কোন এক অলস দুপুরে
আমাকে তোমার মনে পড়বে।
সবুজ ঘাসের ওপর শিশিরের বিন্দু বিন্দু ভালোবাসা টুকু
তোমার জন্য রেখে গেলাম।
ভেবোনা আমি একে বারে পত্র পাঠ বিদায় নিয়েছি।

শুধু তোমার আর আমার ভালোবাসার মৃত্যু হয়েছে
কিন্তু দাফন হয়নি।
তবে এখান শেষ নয়———

যদি কখনও তোমার কান পযন্ত পৌঁছায় কোকিলের ডাক
তাহলে বুঝবে আমি তোমাকে ডাকছি।
তোমার কাছে আমার ভাবনা আমার অনুভুতি
সব সময় সেকালের পুড়নো শ্যাওলা পড়া ভোর দুপুরের
পুকুরের মত।

আমি সব সময় তোমার বেড রুমের ভারি পর্দার ফাকে
যে টুকু আলো ঢুকবে সেটা আমি হবো মনে রেখো।

স্বাভাবিক নিয়মে তো জীবনের শিড়িতে অপেক্ষা গুলো
অপেক্ষা করছে।
যে গুলো ইচ্ছে করে অবহেলা করেছিলে
সব কিছু থেকেও, কিছু না থাকার ফিলোসোফিতে আমি
তোমার মস্তিষ্কের শহরে আমাকে ছেড়ে গেছি।
সব ভালোবাসায় ভালোবাসা থাকে না।
তাই সব কিছু বুঝে তোমার হাতটা ছেড়ে দিলাম
অন্য কাড়ো—-
হাতের জন্য ।
তবে হ্যেঁ কোন হাত তোমাকে স্পর্শ করবে না।
কারন তোমার মস্তিষ্কে পচন ধরেছে।
আমি চলে গেলাম ——–
কিন্তু তোমার দরজায় আমার মন রেখে গেলাম।

—————মন
————————–লাজু চৌধুরী

Powered by themekiller.com