Breaking News
Home / Breaking News / কানাইঘাটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কানাইঘাটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। তফসিল ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল তফসিল ঘোষণার পর সারা দেশে পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মোড়ে মোড় পুলিশ মোতায়নের পাশাপাশি র‌্যাব ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।সেই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কানাইঘাটের বিভিন্ন মোড়ে মোড় পুলিশ মোতায়ন করা হয়েছে। আজ সকালে কানাইঘাটে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মোড়ে মোডে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশি পাহারা রয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট টহল জোরদার করেছে। এছাড়া বিভিন্ন সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠ চষে বেড়াচ্ছে। তবে গত রাত পর্যন্ত কানাইঘাটের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দুস্তগির আহমেদ জানান,কানাইঘাটে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা নেই। এরপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটও মাঠে রয়েছে।

Powered by themekiller.com