Breaking News
Home / Breaking News / জৈন্তাপুরে পুলিশের অভিযানে দুই’টি ভারতীয় মোটরসাইকেল উদ্ধার

জৈন্তাপুরে পুলিশের অভিযানে দুই’টি ভারতীয় মোটরসাইকেল উদ্ধার

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:
জৈন্তাপুরে পুলিশের অভিযানে দুই’টি ভারতীয়
মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জৈন্তাপুর সীমান্তে পুলিশ মাদক ও চোরাচালান বিরোধী
বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই পথে আসা দুই’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
পুলিশ সূত্র জানাগেছে,গত ১২ই নভেম্বর রোববার জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের সারিঘাট-লালাখাল রাস্তা সংলগ্ন এলাকায় এই অভিযান করা হয়।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মো শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
এসময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা দুই’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে,উদ্বারকৃত মোটরসাইকেল দুই’টি বাংলাদেশী টাকায় যার বাজার মূল্য অন্তত ৬ লক্ষ টাকা হবে। পুলিশ ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা মোটরসাইকেল ব্যবসার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ভারতীয় মোটরসাইকেল উদ্ধারের বিষয়’টি নিশ্চিত করে তিনি বলেন,পরিত্যাক্ত অবস্থায় উদ্বার করা মোটরসাইকেল’র বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। সীমান্ত চোরাচালান ও মাদক বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Powered by themekiller.com