নিপুন জাকারিয়া :—
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে ৫০ তম গ্রীস্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১৬ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী জামালপুর জেলা স্কুল মাঠ জেলা প্রাশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালক / বালিকা মিলে সর্ব মোট ১০ টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। বালক ও বালিকাদের ফুটবল খেলার মাধ্যমে গ্রীস্ম কালীন শেষ হয়। বালক ফুটবলে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ইসলামপুরকে ০২ গোলে পরাজিত করে, অমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মেলান্দহ জয়লাভ করে। বালিকা দলে তিন চার গোলে মেলান্দহ মির্জা আজম উচ্চ বিদ্যালয়কে হারিয়ে, জামালপুর সদরের পলাশগড় মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিজয়ী লাভ করে। ২০-২০ করে ৪০ মিনিট ফাইনাল ফুটবল খেলা পরিচালনা করেন, আনোয়ার পারবেজ স্বপন।
প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন, জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, মেলান্দহের উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান, মেলান্দহের উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো. জিন্নাহ, সির্ভিল সার্জন অফিসের ডা. রাহিন,জেলা শিক্ষা সহকারী পরিদর্শক সফিকুল ইসলাম, ফুটবল খেলার আহব্বায়ক ও খেলা সমন্নয়ক ও মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন শান্তসহ অনেকে। পরে ফুটবল, সাতার, কাবাডিসহ সকল ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
জামালপুর
১৬-০৯-২৩