Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি আবৃতিকার ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা ““বেঁচে থাকার বিজ্ঞাপন”

বিশিষ্ট কবি আবৃতিকার ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের কবিতা ““বেঁচে থাকার বিজ্ঞাপন”

“বেঁচে থাকার বিজ্ঞাপন”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

কেউ কখনও ছিল না কেউ থাকে না চিরটাকাল
কৃষ্ণচূড়াও বিবর্ণ চৈত্রে কদম বৃষ্টির সাথে চলে যায়
ধুয়ে যায় বুকের পাটাতন নিস্তব্ধ অদৃশ্য আঁচড় কেটে।
কেউ মনে রাখে না বসন্ত গ্রীষ্ম , বর্ষা, চৈত্র অথবা হেমন্তে
সম্মুখ অস্তিত্বটাই তখন আরাধনা, কঙ্কাল পরে থাকে পিছনের কবিতাও।

এই শতাব্দীর পাঁজরে ঘা আছে, পচে গেছে, মরে গেছে প্রকৃতিরও মন
এই শতাব্দীর শরীর জুড়ে এমিটেশন রং আসে, রং ঝড়ে, আবার রং চড়ে,
শুধু আস্তরণেই লেগে থাকে ক্ষীণ দীর্ঘশ্বাস, মরে গেছে মন ও মানুষের ভিতরের মানুষ।
কবেই বিবর্তনে বিলুপ্ত পবিত্র বোধ, জেগে আছে শুধু লম্বা দুটো প্রত্যাশার হাত।
দাও, আরও দাও, দেবার পরেও আরও দাও, মনের গভীরে যে গর্ত জেগেছে এই শতাব্দীতে, না জানি ঈশ্বরও পারবে কি-না ওটা উপচাতে।

সঞ্জীবনী শক্তির মৃত্যুর পরে জেগে আছে শৈবাল
শতাব্দীর খসখসে প্রাচীরে রোজ বদলে যাচ্ছে রং
সূর্যটাও আর আজ খুব আন্তরিক নয়, চাঁদটাও না।
মাতাল, লম্পট কবির কবিতাগুলো নগ্ন নারীর বিজ্ঞাপন,
সৃজনশীল কবির কবরের পাশে মরা সেগুনের কঙ্কাল,
ঔদ্ধত্য যবুকের চোখে ঝলসে যায় নারী ও নারীত্ব
উপন্যাসের পাতা জুড়ে অবাধ্য ধর্ষণ ও নির্যাতন
বৈধ হয়ে গেছে বিবেক বেচে- বেঁচে থাকার বিজ্ঞাপন।

তাই এই শতাব্দীর কাছে প্রাপ্তি ও প্রত্যাশার কিছু নেই
মারো, কাটো, ছেঁটে ফেলো, ঝেড়ে ফেলো তবুও তো বাঁচো।

– আব্দুল্লাহ আল মামুন রিটন
সদর, নাটোর, বাংলাদেশ

Powered by themekiller.com