Breaking News
Home / Breaking News / কবি হাবিবুর রহমান রুবী’র কবিতা ” সকাল সাঁজে”

কবি হাবিবুর রহমান রুবী’র কবিতা ” সকাল সাঁজে”

সকাল সাঁজে
হাবিবুর রহমান রুবী

তোমায় খুঁজি পদ্য নগরে,
শব্দ বর্ণ ছন্দের তালে।
সুবাসিত ভুমন্ডলে
নদীর কূলে নৌকার পালে।

শত ব্যস্ততায় সকাল সাঁঝে,
বাবুই পাখির বাসার ছলে
তরুলতার কান্ড মূলে
কৃষকের কাঁধে লাঙ্গল ঝুলে।

আঁকা বাঁকা মেঠো পথে,
ধানের শীষে ফড়িং দুলে।
রাখালির বাঁশির সুরে,
ভ্রমর দুলে ফুলে ফুলে।

হিমেল হাওয়া গগন তলে,
জুঁই চামেলি শাপলা খেলে,
আঁখি জুড়ায় নানান ফলে
প্রকৃতির সুভার করতালে ।

আকাশ মাটির স্বপ্ন ছুঁয়ে,
চাঁদ সুরুজের তারার দলে,
সবুজ শ্যামল রূপের কালে
বুনোহাঁস ভাসে জলে।

Powered by themekiller.com