Breaking News
Home / Breaking News / প্রখ্যাত কবি সারমিন জাহান মিতুর কবিতা “বিধ্বংসী মন “

প্রখ্যাত কবি সারমিন জাহান মিতুর কবিতা “বিধ্বংসী মন “

বিধ্বংসী মন

সারমিন জাহান মিতু
৪-৯-২০২৩

কত শতাব্দী পেরিয়ে এসেছিলাম
ভবঘুরে এক পথিকের বেশে
তোমার দুয়ারে,

হয়তো অনাকাঙ্ক্ষিত ছিলো
তোমার জন্য এ পথিকের আগামন।

তাই সবটুকু নীরবতার মাঝে
রেখে দিয়ে চলে গেলাম
এ শতাব্দী পিছনে ফেলে,

রেখোনা মনে ভুলে যেও
কংক্রিট মনে না ফুটিয়ে ভালোবাসা।

আমিও চাই না মায়ার বন্ধনে
ডানামেলা বিহঙ্গের বন্দী জীবন,

লালনের সুর ডাকে বৈষ্ণবী মন
সংসার বাঁধনে বাঁধে না সে কখনো
প্রজাপতির উড়ন্ত ডানায় অথবা
সাত আসমানী রঙে
আলতা,সিঁদুর বুকের পাঁজরে
জমা থাক শত শত বেদনার পাথর।

তুমিও ভালো থেকো
আমি যেমন থাকি,

নারীর বিধ্বংসী মন
পুড়ে পুড়ে হোক অনল পাথর
ছুঁয়োনা তাকে ভস্ম প্লাবনে
চাই না পোড়াতে কখনো।

Powered by themekiller.com