Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি অনামিকা চৌধুরীর কবিতা “বিভূষণে দৃপ্ত “

অনবদ্য কবি অনামিকা চৌধুরীর কবিতা “বিভূষণে দৃপ্ত “

শিরোনামঃ- বিভূষণে দৃপ্ত।
কলমেঃ – অনামিকা চৌধুরী।
তারিখঃ – ১৬/০৮/২৩- ইং

> কীসের অহংকার রূপের?
কোথায় পেলে?——-
এটা কী তোমার স্বকীয়
বিশিষ্টতা?———-

> অত্র অহমিকা তোমার তব!
এ” ও কী তোমার শোভা
পায়? ————-
তোমার ওই প্রতিগ্রহ
অনুদানের ধ্রুব দাবিদার
কে?————
তাহা কী তোমার কখনো
বোধগম্য হয়?

> এক্ষণে তারুণ্য তোমার
উথলিত, তাহা নিদর্শনে
সদাই উন্মত্ত। ——
ওই ধার করা রূপে
কোরো না কো আস্পর্ধা।

> এক্ষণে তোমার রূপের
বৈচিত্র্যতা প্রদর্শনে নিরত,
আজি এই দ্বারে তো
কল্য ওই দুয়ারে
করছো দিবানিশি
মশকরা।———–

> ও’হে যৌবনা হইও নাকো
উছলা!———-
এই’টা যে তোমার স্বর্গীয়
অনুগ্রহ।———

> এ প্রাপ্তির যুক্তিযুক্ত ন্যায়
করো গৌরব কীর্তি উৎসর্গ,
কেবলই তাঁহার স্বসম্মানে।

> বুঝিলে পাইবে এই —–
মহিমান্বিত এই রূপের মর্ম
তাৎপর্য, কি হেতু তোমার
এই দান সেবিছেন তিঁনি।

> তিঁনি বানাইয়াছেন এই
নশ্বর ধরনী——–
শ্রেষ্ঠত্ব লাভ করিয়া।

> তব তোমার কী অভিপ্রায়!
অদ্য যা কিছু তোমারই
দর্শনে,———-
তাহা কী চিরস্থায়ী কেবলই
তোমার ও সন্ধানে???

> মিছে বড়াই না করিয়া
সরল মোক্ষপথ ধরে
চলো এগিয়ে।——-

>এই অনির্ধারিত বসত কাল
সীমা উত্তরণে কতক্ষণ!
চোখের নিমেষে সমাপ্তি
কী বা তরুণ আর—–
কী ই বা বয়োজ্যেষ্ঠ।

Powered by themekiller.com