Breaking News
Home / Breaking News / কবি শরীফ এলাহীর কবিতা “হঠাৎ দেখা”

কবি শরীফ এলাহীর কবিতা “হঠাৎ দেখা”

অণু গল্প – হঠাৎ দেখা
কলমে -শরীফ এলাহী
তারিখ ১৩/০৮/২৩

সা -সা- করে বাস চলছে,
পাশের জানালাটা খোলা বৃষ্টির ফোটা গায়ে এসে লাগতেই শিহিরত হয়ে উঠে সারা শরীর।
হঠাৎ করে আমার পাশের সিটে বসলো সুন্দরী রুপসী কন্যা
মনের মধ্যে কেমন যেন
এক অনুভুতি কাজ করছে
মনে হয় মেয়েটি কতদিনের পরিচিত।
তার চোখে চোখ পড়তেই
কেমন মুচকি হেসে চোখ সরিয়ে নিল।
আমি তার আচরণে
মত্ত দিয়ানা হয়ে গেলাম।
ভেতরে ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে।

আমি তাকে বুঝাতে পারছি না আমার মনের কথা।
মনে হচ্ছে আমি সেখানেই মনের কথা বলতে পারলে হয়তো
আমি কিছু টা হালকা হতাম। বাস চলছে আপন গতিতে।
আমি প্লান নিলাম
আমার মনের কথা বলতে।
হঠাৎ দেখি কখন যে মেয়েটি বাস থেকে নেমে গেলো বুঝতেই পারলাম না!

Powered by themekiller.com