Breaking News
Home / Breaking News / কবি অনামিকা চৌধুরীর কবিতা ” আত্ম সমর্পণ”

কবি অনামিকা চৌধুরীর কবিতা ” আত্ম সমর্পণ”

শিরোনামঃ আত্ম সমর্পণ।
কলমেঃ অনামিকা চৌধুরী।
তাং- ০৭/০৮/২৩- ইং
_________________________

জীবনের জন্য অতিরিক্ত শান সওকত ততেটা আবশ্যক নয়, যতটা মনের সুস্থি অত্যাবশ্যক।

জীবনকে সস্থি ও মিত্রতার সহিত নিশ্চলতায় অতিবাহিত করা সম্ভব।

কিন্তু যে জীবনে আত্মসম্মান ও ভালোবাসা নেই, সেই জীবন’টা বিষাক্ত ও দুর্বিষহ হয়ে ওঠে।

আমরা কখনোই সৃষ্টি কর্তার কী ইচ্ছে বা ফায়সালা আমাদের জন্য স্থিত করা আছে, তা আশ্বাসন করতে পারি না বা তা কল্পনাতেও আনতে পারবো না।

কারণ আমরা চঞ্চল, চপল অস্থিরমনা। ধীরতা আমাদের অতি ক্ষুদ্রকায়, আমরা মানব।। সৃষ্টি কর্তা একটা করুণার নিসর্গ মাত্র।

তাছাড়া সৃষ্টিকর্তার মর্জির বাইরে কেউ নন। তাঁর সৃষ্টির প্রতি তিঁনি স্বয়ং বিস্তর অধ্যাবসায়ে ক্রমাগত খেয়াল রাখছেন, এটা আমাদের স্মরনে থাকে না।

আর এই খানেই আমরা ঘোর অন্ধকারে বিগতপ্রাণ।তাঁহার অধিক চিন্তাশীল, বিচক্ষন ও অধীক দরদী আর কে হতে পারে এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডে?

একটা কাল চক্র অতিক্রম করায় রত আছি আমরা মানব জনম। সব কিছু কেবল তাঁহারই প্রয়োগকৌশল।

তিঁনি তাহাই দিয়ে থাকেন, যেই’টা যার প্রাপ্তি। সেইটা কেউ পায় অনায়াসে আবার কেউ বা বিলম্বে।

একটাই পথ কেবলই তাঁহার চরণে কর নিজেকে সদা সমর্পণ। অনুভবে রাস্তা মিলবে হইলে ধৈর্যের পরীক্ষার অবসান।

Powered by themekiller.com