Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর লেখা “আমি যেতে চাই মানুষের ঘর”

কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর লেখা “আমি যেতে চাই মানুষের ঘর”

আমি যেতে চাই মানুষের ঘর
শ্যামল ব্যানার্জী
০৬/০৮/২০২৩

অম্বরীষ.. একটু দাঁড়াও – –
এখনই যেওনা চলে,
এখনও বলার ছিলো কিছু,
বীতরাগ.. বীতশ্রদ্ধ তুমি জানি,
তবু বলে যাও–
আর কতটা নামলে নীচে
অমানুষ হওয়া যায়,
হওয়া যায় এমন একটা অমানুষ,
হিংস্র পশুরাও ভয় পায়, পালায় ।
আর কতটা নামলে নীচে
সাপের মতন হতে পারে শিরদাঁড়া
কতটা যায় কি মাপা, আমি তো দিশাহারা।

বড় কঠিন লাগে শিরদাঁড়া বয়ে নিয়ে যেতে
মুল্যহীন শিরদাঁড়ার আর কিই বা মূল্যায়ন হতে পারে,
তার ধ্বংস অনিবার্য
প্রতিদিন প্রতি রাতে, গুপ্ত ঘাতকের ঈশারাতে।
লম্বা ফিরিস্তি মেনে করে যায় কাজ
শয়তান
আমি কিংবা তুমি মরবো নিশ্চয়ই জেনো,
হয় কাল না হয় আজ,
কারন,
লম্বা ফিরিস্তি মেনে করে যায় কাজ
আজও শয়তান
তবু
এখনও বুকের দম, শিরদাঁড়া আমাদের হয়নি পুরোপুরি শেষ ,
গুপ্ত ঘাতক সেটা জানে।
প্রতিবাদী মন কাঁদছে এখন
মিছিলের শূন্যতার হাহাকারে,
মিছিল সেদিনও ছিলো জানি,
আজও আছে,
শুধু মিছিলের চেতনা গেছে চলে
অন্ধ কারাগারে।
মিছিল আজও দেখি, চলেছে আকাটের স্বরে
কফিনের শবাধার ঘিরে।
বোকা মিছিলের সারি দৈন দশায় পিঠ চাপড়ায়
স্তাবকতার ভীড়ে,
নির্বোধেরা জানেই না, মিছিল আসলে কবেই তো গেছে মরে।
পরতে পরতে বিশ্বাস ভাঙে,
উদার মনের আঁড়ালে কালো ছায়া,
নখ বার করে দেয় অতর্কিতে
আমি অসহায়ের মতো
দেখি, কাল যে সুন্দর ছিলো
আজ, শুধুই কালো নখে জমাট রক্ত মাখা।

Powered by themekiller.com