Breaking News
Home / Breaking News / বাস্তবমুখী কবি সারমিন জাহান মিতুর কবিতা ” দুঃখ নদী “

বাস্তবমুখী কবি সারমিন জাহান মিতুর কবিতা ” দুঃখ নদী “

দুঃখ নদী

সারমিন জাহান মিতু

৫-৭-২০২৩

মনটা আজ উতাল বৈরি হাওয়া
মেঘের নীরব অশ্রু পাতে বইছে
শ্রাবণ ধারা,

নদীর সঙ্গে সখ্য তার আসুক না-হয় ভাদ্র কি’বা আশ্বিন
মনের বাড়ি তখন দারুণ খরা।

মন যেন এক অচেনা গিরিগিটী ক্ষণে ক্ষণে
রূপ দেখি তার,

কখন কাঁদায়, কখন হাসায়
আমি যেনো তার কেনা দাসদাসী।

তবুও তাকেই আমার ভেবে বড্ড ভালোবাসি,

এমন করে রাত চলে যায়
দিন চলে যায়
বছর কিংবা মাস
মনের আমার এমন অসুখ
চলছে বারোমাস।

মনটা যদি কেনা যেতো
অথবা বেচা,

চিরসুখী হতাম আমি
বুনে নিতাম বাবুইপাখির ছোট্ট বোনা বাসা।

মনের ঝড়টা সামলে নিতে খিড়কী দেয়া ঘরে,

বাবুইপাখি হতাম আমি ঝড়বাদলের দিনে
সুখের ব্যামোয় উড়াল দিতাম
দিগন্তের ঐ পাড়ে।

দুঃখ নদীর দুঃখ গুলো হারিয়ে যেতো কবে,

মানুষ বলেই দুঃখ নদী পাড়ি দেয়া
নীরব মেঘের কোলে।

Powered by themekiller.com