Breaking News
Home / Breaking News / কবি মোঃ ইসহাক মিয়া’র কবিতা ” ওহে জোয়ান “

কবি মোঃ ইসহাক মিয়া’র কবিতা ” ওহে জোয়ান “

সনেট (পেত্রার্কীয় রীতি)
শিরোনাম – ওহে জোয়ান
কলমে – মোঃ ইসহাক মিয়া

সব হেরি আঁখি মুদে থাকে যদি সবে,
নাহি জড়ায় জঞ্জালে নিজ ভাবনায়।
ভাঙ্গিবেই ঐক্য ঘিরি একাকীত্বতায়,
দুঃশাসন সমাজে প্রতিষ্ঠিত হবে।
সবখানে বর্বরতা গর্জিয়া উঠিবে,
মনুষ্যত্ব পিষে দেবে পায়ের তলায়।
অহর্নিশ ন্যায়ে ঘাত করিবে অন্যায়,
সুশীল সমাজটাকে হিংস্রতা গ্রাসিবে।

বাঁচাও ওহে জোয়ান !হয়ে আগুয়ান,
জাগিয়ে তোল বিবেক,গর্জে ওঠো ক্রোধে।
তব শক্ত মুষ্টি ধর ন্যায়ের কৃপাণ,
সত্যের প্রতিষ্ঠা কর কুশাসন বধে।
উড়িয়ে দাও সর্বত্র সত্যের নিশান,
আদর্শের বুলি কহে সবে পদে পদে।

Powered by themekiller.com