Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” আমাকে উদ্ধার করো “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” আমাকে উদ্ধার করো “

” আমাকে উদ্ধার করো ”
-সারমিন জাহান মিতু

দরজাটা খুলে দাও
জানালার পর্দা সরিয়ে দাও
খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচুক
এ বন্দী প্রাণ।

আর কতোকাল বিষাদী জীবন
নিতে পারে শ্বাসরুদ্ধ প্রতাপ।

একপাল হাঁসের সাঁতার
বেহায়া মন একবার স্নানের সাধ না হয় না পাক
মিষ্টি জলে ছোঁয়ায় যদি অবসন্ন পা
কি পাপের বিনাশে অপরাধী।

ক্ষুদ্র পাখিদের সাথে জলে ভিজে ওঠা চিত্তের খোরাক
তোমাদের রোদ-বিকেলে নীল-ডোবানো মেঘপথে
হাঁটুক একবার।

জানালার এপাশে মাথা খুঁড়ে
মৃত্যুর নিঃশ্বাস নিঃশব্দে কতোবার ছুঁয়ে যাবে।
একবার বাঁচতে চায় কবির দুমড়েমুচড়ে থাকা মন।

আমাকে উদ্ধার করো
এ নিদারুণ খরা হতে
বৃষ্টির পরশে জুড়িয়ে উঠুক পোড়া দাগ
শত ক্ষত ভরিয়ে দাও এক ফোটা শিশির জলে।

Powered by themekiller.com