Breaking News
Home / Breaking News / প্রানবন্ত উচ্ছাসিত অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা “আমার ইবাদত”

প্রানবন্ত উচ্ছাসিত অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা “আমার ইবাদত”

আমার ইবাদত
-সারমিন জাহান মিতু

তোমার জন্য কেনো আমার মনের মাঝে কালবৈশাখী ঝড়,
ভেতরটা কেমন তছনছ করে দেয়।
নিজের বলে আর কিছু থাকেনা,
সবটুকু জুড়ে শুধু তোমার আধিপত্য।
যেনো ধীরে ধীরে ক্যানসারে আক্রান্ত হয়ে গেছি আমি,
আর পরিসমাপ্তির জন্য প্রতিটি মুহূর্ত অপেক্ষা।
কবে আসবে তুমি নীল আসমানে-
কবে আবার শরৎ রঙের ফাগুন হবে।
না মৃত্যু ব্যধি এ রোগের কোন নিরাময় প্রতিষেধক
জানা নেই আমার,জানতে চাইনা আমি ।
জানতে চাই ভালোবাসার বিশলতা কতখানি গভীর আমার,
সেখানেই ইবাদত করতে চাই তোমার নামে।
বিশ্ব ব্রহ্মান্ড সৃষ্টি কর্তার কাছে অনুনয় আমার,
একবার এ ইবাদতের স্বীকৃতী দাও,
আমার ভালোবাসার নাম জপে ক্লান্ত মনের ধূলো
মুছে পরিশুদ্ধ করি সে প্রেম।
যেখানে হাজার হাজার তারকারাশি,
একটু আলোর পথ হোক আমি সে পথে বিশ্রাম নেবো
অভিমানের অনুরাগে সিক্ত বেদনা ভুলে।
আমি একবার প্রাতঃস্নান শেষে,
পবিত্র ইবাদতে শুধু তোমার নাম জপে
দেখতে চাই আসলেই প্রেম বলে কিছু আছে।

Powered by themekiller.com