Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “কে তুমি? “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “কে তুমি? “

● কে তুমি? ●
– আব্দুল্লাহ আল মামুন রিটন

কে তুমি,
আদিম উন্মাদনায় বৈশাখী ঝড় তোলা
বুকের প্রতিটি ঢিপঢিপ স্পন্দনে অকারণ শিহরণ?

কে তুমি,
দুর্দান্ত গতিতে বয়ে চলা হীম শীতল ঝর্ণা ধারা
অস্তিত্ব গভীরে স্রোতস্বিনী সমস্ত শিরায় রক্ত আলোড়ন?

কে তুমি,
হঠাৎ ঘুম ভেঙে যাওয়া মাঝরাতে
ছাদে বসে উদাস দৃষ্টিতে টিমটিম জোনাকি আকাশ?

কে তুমি,
খুব গোপনে সুখের অনুভূতি হারানোর ভয়
পাওয়া না পাওয়ার প্রতিক্ষণ শিহরিত নির্বাক আভাস?

কে তুমি,
সমস্ত অস্তিত্ব দখলে নেওয়া আগ্রাসী রমণী
খুব করে ভালোবাসার এক অদম্য তীব্র অভিলাষ?

কে তুমি,
আমার চাওয়া পাওয়া জুড়ে গড়ে ওঠা স্বপ্ন পাহাড়
এক পৃথিবী ভালোবাসার তারা জ্বলা জোছনা প্রসাদ?

কে তুমি,
প্রদীপের আলো নিভে গিয়ে জেগে ওঠা তারার মেলায়
হিমেল বাতাসে ভেসে আসা সুগন্ধ ছড়ানো শুভ্র আকাশ।?

– রিটন

Powered by themekiller.com