Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি সারমিন জাহান মিতুর লেখা ” বাঁধন “

অনবদ্য কবি সারমিন জাহান মিতুর লেখা ” বাঁধন “

বাঁধন
সারমিন জাহান মিতু

সুঁই -সুতো দিয়া আমারে সেলাই দেও ক্যান।

এমন সুন্দর কারুকাজে সজ্জিত হতে আমার
বড় ডর লাগে।

আমার ভিতর খান তো
এক টুকরো কাঁচের মতো
ঝনঝন শব্দ করইয়্যা কেবল ভাঙে,

কোন সুতা দিয়া জোড়া দিবা তারে।

সন্ন্যাসী মন বাঁধন যায় না যে,

তার ঘর -সংসারের অঙ্ক জটিল লাগে
ভুল উত্তরে শূন্য ছাড়া কিচ্ছু পাওন যায় কি।

তবুও দেবদারু গাছের লাহান আঁকড়ে ধরো ক্যান।

কি আছে আমার কাছে
যা তোমারে দেওন যায়,

শূন্য বৃক্ষ কি ছায়া হইতে পারে কারো।

খরতাপে পোড় নের এমন সাধ করই না
আমারে বিরাম দেও।

আমি নীড় হারা পক্ষির লাহান
তামাম জগতে সুখ তালাশ করি
সুখের বুক জুড়ে কেবল দহন লইয়া
সাগরের বুকে একলা আমারই
মুখখানা দেহি আর একলা নির্বাসিত হই।

এমন নির্বাসনে তোমারে মানায় না,

তোমারে তো সংসারে বাঁধে।

এ বাঁধন কবিতার লাহান শব্দে শব্দে জোড়া
এ জোড়া ভাঙনের সাধ্য আমার নাই।

আমারে এমন সাধ জাগাইয় না।

error: Content is protected !!

Powered by themekiller.com