Breaking News
Home / Breaking News / চাঁদপুরে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে ১২০০ কেজি পাঙ্গাশের পোনা ও চাই জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে ১২০০ কেজি পাঙ্গাশের পোনা ও চাই জব্দ

মোহাম্মদ সিন্টুঃ
শনিবার (০৬ মে ২০২৩) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ০৬ মে ২০২৩ আনুমানিক সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন আনন্দ বাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ আনুমানিক ১২০০ কেজি পাঙ্গাশের পোনা ও ০৩ টি পাঙ্গাশ পোনা নিধনের চাই জব্দ করা হয়। কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে পাঙ্গাশ পোনার সাথে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Powered by themekiller.com