Breaking News
Home / Breaking News / কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি বাসস্টেশন সংলগ্ন এলাকায় ওই গ্রামের কবির হোসেনের ছেলে সম্রাট কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ভেকু মালিক শরিফকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন, কচুয়া থানার এসআই আলাল সহ আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যবৃন্দ।
ছবি: কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ইউএনও নাজমুল হাসান।

error: Content is protected !!

Powered by themekiller.com