Breaking News
Home / Breaking News / কচুয়ায় পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কচুয়ায় পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরন অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়।

সভায় বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।

বিদ্যালয়ের শিক্ষার্থী তাজরিয়ান আহমেদ ও খাদিজাতুল কোবরার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এড. হেলাল উদ্দীন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন বিএসসি।

এছাড়াও বক্তব্য রাখেন-প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন মাহমুদ, ইঞ্জি. ফজলুর রহমান, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন মিয়াজী, ফিরোজ হোসেন, আবু হানিফ সবুজ, বিদ্যালয় সহকারি শিক্ষক মো: শাহজালাল, ইউপি সদস্য মোশারফ হোসেন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জামসেদ, শরীফ হোসেন ভুইয়া সহ আরও অনেকে।

আলোচনা শেষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Powered by themekiller.com