Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর “শুষ্ক ফর্দ “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর “শুষ্ক ফর্দ “

[] শুষ্ক ফর্দ [] – রিটন ( ريتون )

এই হৃৎপিণ্ডটা যেন এক খরখরে শুকনো অবকাঠামো
এখানে প্রচন্ড খরতাপে উত্তপ্ত,উষ্ণ,রুক্ষ্ম প্রতিটি অনিয়মের নিঃশ্বাস।

দূরে কোথাও তৃষ্ণার্ত ঈগলের ছটফটানি, আর্তনাদ, চিৎকার
এক ফোঁটা জল চেয়ে চেয়ে কখনোই চাতকের ফেরে নি আর বিশ্বাস।

পুড়ে গেছে তৃণ ভূমি সমস্ত সবুজ যেটুকু ছিল তৃণাঞ্চল
দাবনলে জ্বলে গেছে সব প্রাণ, নিষ্প্রাণ হয়ে ক্রমশ স্তূপ করে জীবাশ্ম।

এ অঞ্চল হতে কেউ কেড়ে নিয়ে গেছে কোমল প্রকৃতি ও জীবন
নিষ্প্রাণ বিরস অবয়বে দিয়ে গেছে নীরবতা আর লম্বা দীর্ঘশ্বাস।

● ريتون

error: Content is protected !!

Powered by themekiller.com