Breaking News
Home / Breaking News / কবি মোঃ হারুন অর রশিদ প্রধান এর উৎস্বর্গকৃত কবিতা “কর্মে স্বর্গ”

কবি মোঃ হারুন অর রশিদ প্রধান এর উৎস্বর্গকৃত কবিতা “কর্মে স্বর্গ”

কর্মে স্বর্গ
“কবি এম আর হারুন “কে উৎসর্গ
মোঃ হারুন অর রশিদ প্রধান।

কষ্টের ভিতরে —-সুপ্ত , ঐ স্বর্গীয় সুখ
কঠিন যাতনে শ্রমী সূর্য — স্পর্শে মুখ
কোলাহল দিগন্ত জুড়ে বৃশ্রি ঘৃণা দুখ
কোন্দোল সর্বত্রে দেখি আশে ঘষি চোখ।
কলিতে কুসুম রাগে দোলা দেয় বায়ু
কঙ্কালে প্রাণে আকুতি ডাকে শেষ আয়ু
কলঙ্ক– ভয়ে, কৌশলে! মিটে ঋণ ময়ূ
কাহিনি বদলে দাও- কর্মে ফোটে প্রভূ।

অধিকার কেও দেয় ? করে নিতে হয়।
আপন কেউ কী করে?আগে যেতে হয়।
সম্মান এমনি আসে? ছোট হতে হয়।
সাধ্যের মধ্যে উত্তম। সত্যে বেঁচে রয়।
আপনকে ভালোবাসো। ঐপথ শেখায়
আছে মানুষ অচেনা, নিত্য করো জয়।

Powered by themekiller.com