৫২” পদার্পণ
সাংবাদিক এম.আর হারুন
বসন্তের পর বসন্ত আসে
দুঃখটাই আমার আসল ঘর বসতি
পৃথিবীর কোলাহল এখন বৈষম্য
জানি একদিন আমিও
সকলের ভালোবাসা ছেড়ে যাবো
অন্ধকারে চলে যাবো।
বয়সটা কমে আসছে
চার যুগ পার হয়ে পাঁচ যুগের মধ্যপথে
রোগের চেয়ে শোকের মাতম চলছে,
থেমে যাবে জীবন ইতিহাস
থেমে যাবে সকল দুঃখের ইতিকথা,
থাকবে অবিরাম ভালোবাসা তোমাদের
যারা আমায় মনে রেখেছে, রাখবে
তাদের কাছে কৃতজ্ঞতা থাকবে,
থাকবে বিধাতার কাছে প্রার্থনা।
হয়তো আমি চলে যাবো
কিছু সময় কিংবা কিছুকাল পর,
থাকবেনা আমার হৈচৈ দুঃখের প্রান্ত
আমি থাকবো তোমাদের অন্তরে
থাকবে তোমাদের মনে ক্ষণিকের জন্য,
কেউ কি কাঁদবে আমায় মনে করে
আমার মন্দটা ভুলে,
অনেকেই খুশি হবেন, অনেকেই কাঁদবে
চারদিন পর সবাই ভুলে যাবে
চিরচায়িত ভাবণার অভিপ্রকাশ।
আমি তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই
আমার দুঃখটাকে তাদের হাতে তুলে দিয়ে
যারা আমায় আপন ভেবে কাছে ছিলো,
ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলো
আমি তাদেরই একজন মানুষ।
আজ ১৩ মার্চ ৫২তে পদার্পণ
কাল হয়তো জানাজার জন্য শত সহস্র
মানুষ কাতার হয়ে দাড়াবে,
আজ আমি আছি কাল হয়তো
দেয়ালের ফ্রেমে বন্ধি হবো,
কেউতো মনে রাখবে না দু’চারদিন পর
যাকে নিয়ে স্বপ্নে বিভোর ছিলাম
সেও একদিন ধৈর্য হারিয়ে ভুলে যাবে,
আমি সকলের মাঝে বেঁচে থাকতে চাই
আজকের আমার ৫২ বছরের জন্মদিনে,
সকলেই দোয়া করবেন আমি যেনো
আবার সচেতন মানুষ হয়ে ফিরে আসি
এই আলো বাতাসের কোলাহলে
একটু সুখের সান্নিধ্যে
আমার বুকে জমানো ভালোবাসার মাঝে।