Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” তোমাকে না পেলে “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” তোমাকে না পেলে “

” তোমাকে না পেলে ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

এতো কথা এতো যে গান আর কবিতা
নিমেষেই ম্লান ওগো যদি না তুমি শোনো।
কিছুতে ছন্দ আসে না আসে না কোন সুর
নীরব কলম শব্দহীন সব অযথাই কাব্য।

এতো রঙ, এতো যে মেঘের ভেলা সারাবেলা
কাশবনে মৃদু বাতাসে এতো যে লুটোপুটি,
ছন্দে চলা নদীর ঢেউ ঝিকিমিকি বয়ে যাওয়া
হয়না গো তেমন যেন যদি সেখানে তুমি থাকো।

রাত পোহালে কোমল আলো থরো থরো স্তব্ধ
বন্ধ থাকে যেন কোকিল কন্ঠ এই সাত সকালে,
চলে না ঘড়ির কাঁটার টিকটিক ছন্দে হেঁটে চলা
সব কিছু অনিয়ম যদি না পায় তারা তোমাকে।

Powered by themekiller.com