Breaking News
Home / Breaking News / কলকাতার কবি অনমিত্র স্যানাল এর ” একদিন রপ্ত হয়ে যাবে…”

কলকাতার কবি অনমিত্র স্যানাল এর ” একদিন রপ্ত হয়ে যাবে…”

একদিন রপ্ত হয়ে যাবে…

অনমিত্র…

যখন যেমন চাও কিছুতেই রপ্ত হবে না,
মেঘভাঙা বৃষ্টি হবে না প্রয়োজনে,
অপ্রয়োজনীয় রাত অনাহুত নামবে রাজপথে,
চোরের মতন প্রেম চুপিসারে চলে যাবে দিব‍্যি বিপথে,
বলে যাবে..”দেখছো কি নজর মেলে, যেটুকু তোমার,
সেটুকু-তো অভাগীরও, সোহাগীর অথবা আমার..”
বড় নয় কেউ,রপ্ত কোরো না এই শব্দকাতরতা,
বিশল‍্যকরণী যে গাছ,মস্ত আকাশ ছোঁওয়া,
পাহাড়ের নীচে দেখো,তারও কেমন মাথা নোওয়া..
এই তো সময়, একদিন পাথর পাহাড় হয়ে যাও..
বিছোনো শব্দের স্রোত প্রতিহত হোক,
ফিরে যাক,পাথরে তোমার..
এক সরোবর ফুল,যদি পাও করপুটে নাও,
শ্রেষ্ঠ সময়-কে দাও।

কিছুতেই রপ্ত হবে না জানি, ছুঁয়ে দেখা সুদর্শনা নারী,
শাশ্বত সুখ অথবা হয়ে ওঠা প্রেমের বেপারী..
তবে এই হাত একদিন ওই হাতে রপ্ত হয়ে যাবে,
সেও হবে শ্রেষ্ঠ সময়,মিছিলের মুষ্ঠিবদ্ধ নয়,শীর্ণ দুটি হাত, পরস্পরের ত্রাণ..
জীবনের শ্রেষ্ঠ পরিত্রাণ..

Powered by themekiller.com