Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর মানবিক কবিতা “কিছুই বদলায় না”

কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর মানবিক কবিতা “কিছুই বদলায় না”

ভালোবাসার রূপকথা
শ্যামল ব্যানার্জী
০৪/০৩ /২০২৩
এটা আমি। আমার ভাই রিটন কে উৎসর্গ করলাম।
কারণ, রিটন একজন অসম্ভব প্রতিভাধর শুধু নয় একজন মানবিক দরদী মানুষ যার খোঁজ খুব কম পাওয়া যায়।
তাই এই মানুযটা মানে রিটনের প্রতি আমার সব শ্রদ্ধার্ঘ্য ঢেলে দিলাম।

কবিতা – কিছুই বদলায় না
শ্যামল ব্যানার্জী
২৪/০৩/ ২০২৩

কি জানি কখন কি যে মনে হয়,
ভুল করে তোমার কথা মনে করি,
বলেছিলে ভালোবাসা শেখাবে আমায়,
চৌষট্টি রঙে রাঙাবে অর্ধ ঘুমের ভেতর,
কি জানি কি মনে হয় – –
ভালোবাসা আজও শেখালে না চৌষট্টি কলায়।
অহেতুক সময়ের আঁচলে ঢেকে রাখো যত গুপ্ত কথা,
তোমার প্রকাশও থাকে সুদূর নৈকট্যের আঁড়ালে
বড়ো কাছাকাছি,
তবু ছুটেছি অনেক.. প্রাপ্ত মরিচিকা শুধু। ।
এবার আমাকে মানুয হতে দাও,
একটু কামুক করে তোলো,
একটু মানুষের মতো ষড় ঋপু থাক সারা মন জুড়ে,
পশুর মতন দেখোনা আমায়,
আমি যে প্রবঞ্চিত ভালোবাসায়।
আমি আমার মতন নিজের সংবিধান গড়ে নেবো,
থাকবেনা সেখানে কোনো প্রবঞ্চনা।
তুমি কিছু কোরোনা মনে,
আমি এখনো তোমার প্রতীক্ষায়।
হয়তো রাখতে পারোনি কথা-
যে কথা দিয়েছিলে আমায়,
ভালোবাসার চৌষট্টি কলায়
না হোক,
অন্তত, ভালোবাসতে পারতে এক কলায়।
কি জানি কি মনে হয়,
তুমি কি রাখতে পারবে তোমার কথা?
আমি বড় মিলন পিয়াসি,
এ বসন্ত সমাগমে, অধীর মিলন পিয়াসি,
শেখাও আমায় ভালোবাসা,
ছলনা নয়, মানবিক ভালোবাসা,
একটু মিষ্টি বেশি ভালোবাসা আমায় যদি দাও,
ক্ষতি নেই,
আমি সেদিন মহান হবো,
অবশ্য, প্রশ্ন বোধোক এক চিহ্ন থেকে যায়
তুমি নাটক করবে না তো?

Powered by themekiller.com