Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” নিঃশ্বাস “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” নিঃশ্বাস “

নিঃশ্বাস

সারমিন জাহান মিতু

০১-০৩-২০২৩

লাল সূর্যটা অস্তমিত হতে হতে বলে যায় আজকের জীবনটা কেমন ছিলো,

আগামী প্রভাতে হবে কিনা দেখা তোমার সাথে – ছোট্ট প্রশ্ন রেখে।

জীবন না জানি কেমন অদ্ভুত,অদৃশ্য নিঃশ্বাসের খেলা,

অক্ষরে লিপিবদ্ধ করা যায় না – এরি মাঝে বেঁচে থাকার চাওয়া – পাওয়া।

যতটা পেয়েছো তুমি গভীর ভাবে উপলব্ধি করো- যা পাওনি হয়তো কোনো কালেই তা তোমার ছিলো না,

নিঃশ্বাসের দাম কতটা দামী দাঁড়িয়ে থাকা পাহাড় জানেনা- তুমি তো জান,

তবে কেন হাপিত্যেশ আরও চাই বলে – নিঃশব্দের বহুদূর যাত্রা পথে কে যাবে তোমার সাথে।

সূর্যটা ফিরে আসে, সোনালী জোছনাও- কিন্তু কংক্রিটের শহর পেরিয়ে যে গেছে বহুদূরে,

সে কি আর আসে ফিরে নতুন কোন ভোরে – দেখেছো কি তারে শহর পেরিয়ে ছোট্ট সোনার গাঁয়ে।

আজকে যাও -পাও সুখে থাকো তা তোমার -নিয়ে কালটা তোমার থাকবে কিনা নিঃশ্বাস শুধু জানে।

Powered by themekiller.com