Breaking News
Home / Breaking News / বিজয়ী এর ৩য় বর্ষপূর্তিতে চাঁদপুরে “বিজয়ী মেলা” অনুষ্ঠিত

বিজয়ী এর ৩য় বর্ষপূর্তিতে চাঁদপুরে “বিজয়ী মেলা” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোসহ তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা আয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য ফ্রিতে স্টল বরাদ্দ দিয়ে বিজয়ী মেলার আয়োজন করা হয়েছে।
নারী সংগঠন বিজয়ী এর তৃতীয় বর্ষপূতিতে ২৬ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর রোটারী ক্লাব
ভবনে ২০ জন নারী উদ্যোক্তার বিভিন্ন পন্য নিয়ে বিজয়ী মেলার আয়োজন করা হয়। বিজয়ী নারী উন্নয়ন সংস্থা সভাপতি খালেদা ইয়াসমিনের  সভাপতিত্বে ও চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আশিক খানের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অনুষ্ঠানের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন  সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সানজিদা শাহনাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ইনার উইল ক্লাব চাঁদপুর জেলার প্রেসিডেন্ট মাহমুদা খানম, স্বর্নচূড়ার সভাপতি মাহবুবুর রহমান সেলিম,
যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, বেসিক ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল করিব, রক্তযুদ্ধা এডঃ আহাদ চৌধুরী, চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এর ডাইরেক্টর নাসরিন আক্তার, কর্নার ডেভলাপারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের অধ্যক্ষ সুদিপ তন্ময়, তরুন

সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম, প্রান্তিক সামাজিক সংগঠন এর প্রেসিডেন্ট কাজী রাসেল, ভিডিও ব্লগার চাঁদপুরীয়ান এর এডমিন রিয়াজ শাওন প্রমুখ।  মেলায় নারীদের স্বাবলম্বী করতে ৩ জন নারীকে সেলাই মেশিন বিতরন করা হয়, এ সময় সংগঠনের সদস্যরা আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। এ সময় ৩ জন গুনি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় , অনুষ্ঠানে ২০টি নারী উন্নয়ন সংস্থা তাদের স্ব স্ব স্টলে ডিসপ্লে প্রদান করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী এর মডারেটর তাহমিনা মীম, রেশমী আক্তার, স্বর্না পোদ্দার, রাবেয়া আক্তার, রিংকি হাওলাদার, ফয়েজ খান,সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে রঙ্গের ঢোল বাংলা ব্যান্ডের আয়োজনে জমকালো কনসার্ট এর আয়োজন হয়েছে।

Powered by themekiller.com