Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “ধুসর বেলা “

কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “ধুসর বেলা “

ধুসর বেলা
শ্যামল ব্যানার্জী
২৬/০২/২০২৩

মনে কর..
এক উদাসী দুপুর দিলাম তোকে,
মেঘলা দুপুর, বৈশাখী ঝড়
এক অবেলায়,
এলোমেলো বৃষ্টি তখন
শালিক ডানায়, তোর শরীর ভেজায়।
তোর ভেজা চোখের ধূসর তারায়
আবছা কাউকে খোঁজা,
মন কেঁদে যায়
কানাগলির অন্ধকারে, অলিখিত গল্প কথায়।
সেরকম মন খারাপের কোনো এক দিন দিচ্ছি তোকে,
এক নিঃসঙ্গ মেঘলা দুপুর ,
ভালোবাসার আঙ্গিকতায়।
আছিস বসে , একলা একা,
যায়না দেখা মনের কথা,
তাই বুঝি আজ এমন দিনে,
এক নেঘলা আকাশ দিলাম তোকে
তোর একলা মনের
বিরহী দুপুর লিরিক হলে
গুমরে মরে বিষন্নতা।
একলা দুপুর– মেঘলা দুপুর
বুকের ভেতর তোলপাড়,
মনে কর
এক উদাসী দিনের মেঘলা বে’লা
দিলাম তোকে উপহার।

অন্য বেলায় আমার মনে
আকাশ ভেঙ্গে বৃষ্টি তখন,
শহর ভেজায় খেয়ালী মনে
বুকের মাঝে তুষের আগুন
কেমনে নেভাই তোর বিহনে।
আকাশ জুড়ে দামাল হাওয়া
তোর খোঁজেতে বয়ে যাওয়া
হৃদয় জুড়ে স্মৃতির দহন
পোড়ায় দেহ মনে,
কেমন করে কাটাই একা
এমন ধারা বাদল দিনে।।
যেথায় থাকিস আয়না চলে
মেঘ রোদ্দুর যায় যে বলে
একলা মনে দিন কাটেনা
করিস না আর টালবাহানা।।
মন ময়ুরী চাইছে তোকে
যা খুসী তাই বলুক লোকে
তোর আমাতে প্রাণের খেলা
খেলবো দুজন যাক না বেলা
মেঘ সাক্ষী বাদল ধারায়
আমাদের এই মিলন মেলায়
ডাকছে দাদুর বৃষ্টি জলে
আয়না চলে আয়না চলে।
আমার ব্যাথার আঁতুড় ঘরে
কান্না যখন গুমড়ে মরে
হা হুতাশের বৃষ্টি বাদল
বাজছে কোথায় পরব মাদল
আমার পরব তোকে পেলে
আয়না চলে আয়না চলে।
করনা মনে, –
এক মন খারাপের দিনটা আমি
না হয়, আজি দিলাম তোকে,
বাইরে তখন বৃষ্টি ভেজা মাতলামিতে মনটা মজা,
ব্যালকনিতে জল যে ভেজা
বাহারী পাতার ফাঁকে ,
তুই একলা বসে আনমনে ঐ
উদাস বৃষ্টি ধারায়,
করনা মনে-
দিয়েছি তোকে, এক নষ্ট সময়,
অনেক কথার কথায়।

আজ ডাক বাক্সে বন্দী চিঠি,
জানতে চায় কেমন আছি?
বলবো না তো দুঃখ নিয়ে,
হাজার মাইল দুরের পথে
বরফ ঢাকা সন্ত্রাসী ঐ
শহরখানার অনেক দূরে,
মুখখানা তোর মনে পরে..
কেমন আছিস?
মনে করে দেখ –
আমি ভালো নেই,
একবার তুই আয়না চলে,
আয়না চলে।

Powered by themekiller.com