Breaking News
Home / Breaking News / কবি তরুণ কুমার ভট্টাচার্য্য এর কবিতা ” জীবন্ত বারোয়ারী “

কবি তরুণ কুমার ভট্টাচার্য্য এর কবিতা ” জীবন্ত বারোয়ারী “

কবিতা: জীবন্ত বারোয়ারী।
কলমে: তরুণ কুমার ভট্টাচার্য্য।
তারিখ: 25/02/2023

সাড়ম্বরে চলছে মেলা
মুখোশ পাড়ার মাঠে,
যেমন খুশি সাজো প্রতিযোগিতা
জীবন নদীর ঘাটে!
সাজছে দেখুন সাজছে সবাই
ধরছে নতুন বেশ,
নকল দিয়ে আসল ঢাকার
খাসা ছদ্মবেশ!
ঐ যে দূরে চোর বাবাজী
লাগিয়ে নকল দাড়ি,
সাধুর বেশে ভবের নদী
ভাবছে দেবে পাড়ি।
ঐ‌ যে আবার নেতামশাই
মিথ্যে ভাষণ খুব,
মুখোশ ঢেকে সাধু সেজে
দেন গঙ্গায় ডুব!
সেবার নামে শিক্ষা বেচে
মূর্খ সাজে গুরু
অর্থ নিয়ে চাকরি বেচে
স্বজন পোষণ শুরু!
ধর্মে ধর্মে তাল লাগিয়ে
আসল ধর্ম শেষ
ধর্ম নিয়ে চোর ডাকাতে
ধরছে নেতার বেশ!
গেল গেল সব যে গেল
আঙুল পরের দিকে
পরের দোষের যুক্তি খুঁজে
নিজের দোষটা ঢাকে!
ভবের মেলা কলির খেলা
জমেছে মেলা ভারি
আসুন আসুন দেখুন হাসুন
জীবন্ত বারোয়ারী!!

Powered by themekiller.com