Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা ” মানুষ হওয়ার উপায়—–

কবি লাজু চৌধুরীর কবিতা ” মানুষ হওয়ার উপায়—–

মানুষ হওয়ার উপায়—–
লাজু চৌধুরী –
জীবনের কাঠগোড়ায় দাঁড়িয়ে আকাশটাকে খুব কাছ পেতে চাই।
মেঘের ওপাশে আকাশ আছে সেখানে যেতে চায় মন।
বিশ্বাসের জীবন যেটা সেটা জড়াজির্ণ হাজারও রিফু করা শার্টের মত।

মাঝে মাঝে ভোর দুপুরে চায়ের দোকানে বসে বসে ভাবি গন্তব্যহীন যাত্রায় আমি অচেনা হয়ে যাচ্ছি নিজের কাছেই
নিজেই।
সেখানে দাঁড়িয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে আমি শুধু হিসেব
মেলাতে মেলাতে জীবনের কাঠগোড়ায় আসামী হয়ে গেছি।

দারিদ্রতার মাঝে সৎ জ্ঞানি ভালো মানুষ হওয়া যায় কি?
সেখানেও যদি সুখ না মেলে।
তার চেয়ে ভুলে যাই জীবনের সব অধ্যায়।
আর আমার সামনে যে শিড়িটা দাঁড়িয়ে আছে ——-
এখান কোন রাজনীতির কৌশল নেই।

শুধু জীবনের হিসেব নিকেষ হাতের মুঠোয়ে নিয়ে শিড়ি বেয়ে তড়তড় করে ওঠে গেলাম।
এ জীবন কে হত্যা করে শুধু মানুষ হওয়ার উপায়ে রং
পাল্টালাম অবশেষে মানুষ হওয়ার চেষ্টা করছি।

Powered by themekiller.com