Breaking News
Home / Breaking News / কবি মরিয়ম শিল্পীর “অনু কবিতা”

কবি মরিয়ম শিল্পীর “অনু কবিতা”

অনু কবিতা
২০/০২/২০২৩ইং
প্রণয়ের উচ্ছ্বাসে
কাঁপিছে সরোবর,
দখিণায় দুলিছে
মোর অন্তর।

আমি এক গিরিকন্যা
মরিয়ম শিল্পী
১৬/০২/২০২৩ইং।
সহস্র বছর হেঁটেছি আমি
তোমাদের এই বসন্তহাটে
সাতরঙা রং ছড়িয়ে,
খাইবার পাখতুম গিরির
কন্যাদের মত মেঘের
পাল উড়িয়ে।
যৌবনের দীপশিখা জ্বলে
জ্বলজ্বল,
মুখে যেন কোন ভাষা নেই
শুধু এই দু,চোখ জলে ছলছল।
এসেছ আমার দ্বারে
কী অম্লমধুর বারতা নিয়ে
আমি যে এক গিরিকন্যা,
দুরন্ত বোধের পরাভবে
গড়েছি এই অন্তর
আমি যে অনন্যা।

নিটোল নীলিমায়
মরিয়ম শিল্পী
………………………..
জোছনার আকাশে
অঝোরে ঝরে বরষা;
গন্ধরাজের মৌ মৌ বাতাসে
দু’কুলপ্লাবী জলে ভাসা।
মন বলে আজ হারিয়ে যাব
দুর পাহাড়ের
নিটোল নীলিমায়;
পাখিদের সাথে বলব
জীবনের যত না পাওয়ার
ক্ষনের বিরহব্যথা
অনিঃসীম বেদনায়!!

শুক্লপক্ষ
#মরিয়ম_শিল্পী
২৫/১১/২০২১
__________________

অসময় কাটিয়া যায়
সময়ের হাত ধরিয়া –
শুক্লপক্ষে কাটাইয়াছি বেলা
ফিরিব ঘরে,
ফের বসন্তের পথ চাহিয়া।

Powered by themekiller.com