Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি অনমিত্র স্যানাল এর কবিতা ” শূন্য “

কলকাতার বিশিষ্ট কবি অনমিত্র স্যানাল এর কবিতা ” শূন্য “

শূণ্য…

অনমিত্র

অপ্রত্যাশিত বৃষ্টি এলো না আজও..
তুমিও আসোনি প্রত্যাশিত..
কত বছর বৃষ্টি হয়নি বলতো..?ঠিক কতদিন..?
বলতে পারলে না তো!
বলা মুস্কিল..
রক্ত ফুটেছে হাড়ে,হারিয়ে গিয়েছো কবে,
আশ্চর্য মানুষের ভীড়ে,বাতিল ন‍্যুব্জ অনুভবে,
কখন হারালে সব..?

কিছু সতর্ক চোখ,আড়ালেও দেখি,
কিছু গুঞ্জন, সম্মিলিত ফাঁপা লোক, কিছু মেকি,
তুমি ভালোবেসেছিলে..?
তৃষিত জঙ্গলে,
নাকি
দ্বিধা গ্রস্ত শহীদের কোলে,
এসব আলোচ‍্য আজ
মুষ্ঠিপরিমাণ,
ছিলো অনুভব,
তখন পীড়িত ফুল..
সাজ সাজ রব,
তারপর দেখিনি তোমায়..
আর কোনদিন
শ্রান্তিতে ভেঙেছে শরীর..? নাকি একেবারেই গেছো..?

পার্টি অফিসের চেয়ারে তোমায় দেখিনি..
কেউ তো দেখেনি আর,
আওয়াজ উঠেছে বারংবার
কোনো কংগ্রেসে দেখি নি তোমায় মোটে..
পরিত্যক্ত পার্কে তোমায় দেখিনি,কেউ আর দেখেনি তোমায় কোনো ভোটে,
ভুল পাতাগুলো রয়ে গেছে,অধ‍্যবসায় ঠাসা,
ঠাসাঠাসি হয়ে আছে,তোরঙ্গে বাসা,
যে কাগজ গুলো লাল ছিলো..
চাপা আছে রঙিন পাথর,
যেটুকু অর্থনীতি-ক,সজীব
জঠর,
শুকনো ধান,শুকনো
অধর,
অথবা
অ- গনতান্ত্রিক
এলিয়ে পড়েছে সব
তোরঙ্গে-র মধ্যে আছে শুয়ে,
আলোয়ান গুহ‍্যে জড়িয়ে,

হলুদ হয়েছে মাটি..
আসলে যেখানে পতাকা পেতেছো..
“প্রাণের পতাকা ”
সে পথে বিছোনো মানুষ..অন্ধকার সরে গেছে দিগন্তের দিকে,
রঙ বেরঙের মানুষের হাতে,
সব আশ্চর্য মানুষ
সুখের পতাকা,
বেচে দেওয়া রঙ তুলি..ধানক্ষেত বদলে গিয়েছে..
ওখানে গোপন অট্টালিকা..
প্রত‍্যাশা মতো বৃষ্টি আসতো ঠিকই,
আশ্চর্য মানুষেরা ভীড় করে ঠিক তুলে নিতো পড়ে পাওয়া চোদ্দআনা আর সচল আধুলি,
তাই আর বৃষ্টি আসে না
কত পতাকার রঙও তো ভুল ছিলো,
দুর্বলতা লেগেছিলো রক্তের ছিটের মতো..
কত পতাকার রঙ সবুজ হলো, হলুদ হলো,গেরুয়ার রঙ হলো গাঢ় ..
কার্তিকের হিম সন্ধ্যায় তোমার মরাই-এ শুধু খসখস্ গজগজ্ শুকনো কাগজ,
অথচ শহর জুড়ে পূরবী তুলেছে দেখো কত দীগগজ
তোমার ভাঁড়ার শুধু শূণ্য থেকে গেলো..

এখানে বালিতে হাঁফ ধরে..
এখানে পাথর..
অনাবৃষ্টিতে
শুকিয়ে গিয়েছে পেট, শুকনো জঠর,
অপ্রত্যাশিত বৃষ্টি এলো ঠিকই
গুনে গুনে সাতাশ বছর..
আসাদের শার্টের মতোই..লোহিতকণিকা ছিটে ছিটে, পিচকিরি লাল, তা-হোক তবুও উঠেছে ঢেউ
প্রত‍্যাশার “প্রাণের পতাকা ”
ভেবেছিলে সুখের সময়..
সঙ্গে নিলেনা কেউ..
শেষমেশ শূণ্য থেকে গেলে..
চলছে পতাকা দৌড়,
কে যাবে পেছনে কাকে ফেলে..

Powered by themekiller.com