Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “স্ফটিক প্রেম “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “স্ফটিক প্রেম “

” স্ফটিক প্রেম ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

আমার নিঃসঙ্গে দাও দাও করে যে প্রেম পোড়ে
সে ঘৃণা জানে না, জানে না অহেতুক বিলাপ।
আমার উষ্ঠ ছুয়ে যে অকৃত্রিম দগদগে শুষ্ক ঘা
তার আক্রোশে? অভিসম্পাত নেই কোনও, কখনও,
নেজেই গড়ি, নিজেই ধরি, নিজেই পুড়ি একমনে।

আমার হুহু বুকের পাটতনে যে ঊষ্ণ সরবর বহে
সেখানেও জীবন্ত কিছু শৈবাল এখনও উম্মুখ
এখনও খোঁজে সুখ, এখনও খোঁজে কারও মুখ।
লম্বা সরল রেখায় ছুটে শেষ হতে হতে সেও বলে
ভালোবাসার মত! এতো নির্মল, এতো দেখিনি সুখ।

জর্জরিত বিদ্ধস্ত, তবুও চিবুক ছুঁয়ে চুঁয়ে পড়ে প্রেম
খশে পড়ে হৃৎপিণ্ডের স্তর? সেও চিৎকার করে রোজ
ধাবিত রক্ত! ঈশ্বর কোণার সাথে ঠোঁট টাও কাঁপে
কাঁপতে কাঁপতে বলে, ভেঙেছে মন? আরও ভাঙুক
তার পর যে অস্তিত্ব, কচি সবুজ? ওটাই থাক অটুট।

error: Content is protected !!

Powered by themekiller.com