মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুর কচুয়া উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়, কহুলথুড়ি হামিদয়া উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাত ফেরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কবির হোসেন, জেলা পরিষদ কচুয়া ওয়ার্ডের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক এসএম জাকির হোসেন সবুজ, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মমিন, উপধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, কহুলথুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, সহকারি প্রধান শিক্ষক মো: খান বাহার, সহকারি শিক্ষক মাও: তাজুল ইসলাম, সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।
