Breaking News
Home / Breaking News / নাটোরের শাহীন স্কুল ও ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাটোরের শাহীন স্কুল ও ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধিঃ
শিক্ষাই জাতির মেরুদণ্ড, গুরুত্বপূর্ণ এ শিক্ষাকে লালিত করতে পারলে আজকের শিশুরা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরী করতে পারবে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে, তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মা বাবার ভুমিকা থাকতে হবে। তা না হলে কলিতেই শিশুরা ঝরে যাবে। দেশ যেমনি শিক্ষার মান নিয়ে এগিয়ে চলছে তেমনি অভিভাবকরা শিশুদের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হলে দেশটাও শিক্ষার মান নিয়ে এগিয়ে যাবে, আজকের শিশুরাই আগামী দিনের এ দেশের ভবিষ্যৎ। এ কথা গুলো বলেছেন, নাটোর শহরের সুনামখ্যাত শাহীন স্কুল ও ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আমিন শাহিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, শুধু নাটোর নয় সমগ্র বাংলাদেশে যে সমস্ত কোমলমতি ছেলে মেয়েরা বা শিশু কিশোর শিক্ষার্থীরা আছে তারা যেনো প্রতিনিয়ত বিদ্যালয়মুখী হয়, এসব শিশুদের পড়ালেখার প্রতি অভিভাবকদের আগ্রহ থাকতে হবে। গত সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধায় নাটোর শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাড়াও শিক্ষা প্রেমী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীদের বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।

error: Content is protected !!

Powered by themekiller.com