Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “ভালোবাসি তোমাকেই”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “ভালোবাসি তোমাকেই”

ভালোবাসি তোমাকেই

সারমিন জাহান মিতু
১৩/২/২০২৩

তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন,মাস
ভালো তো বাসি তোমাকেই।
কৃষ্ণচূড়ার রঙ গুলো ফুটেছে সে প্রেমে
হাজার ফুল বলে দিলো এমনই ফাগুনে
আমাদের বলতে হয়না ভালোবাসার কথা।
মেঘের পালকে আষাঢ়ী মেয়ে
কনকনে শীতের সকাল
চৈত্র মাসের উষ্ণতায়
কোথায় নেই ভালোবাসা আমাদের।
আকাশ পথে যেতে পারো,
প্রতিটি নক্ষত্রের বুকে
চাঁদ-তারা -সূর্য অথবা আকাশের শতরূপ, শত রঙ
আমাদের ভালোবাসার কথা বলে।
পাখিদের ঠোঁটের পরশে পরশে
আমাদের প্রেম ছড়িয়ে আছে
তুমি -আমি দুজনেই সেই প্রাকৃতির পরিচয়।
দেবালয়ে যেতে পারো,
শ্রী কৃষ্ণ -লক্ষী,মহাদেব -উমা,রাম-সীতার
ভালোবাসার নিদর্শনও আমরাই।
কতো প্রেমের উপন্যাসে তুমি -আমি একাত্ম,
ভালোবাসার সবটা জুড়ে যখন তুমি -আমি
উর্ধতন কর্মকর্তা যখন ঈশ্বর
স্বর্গের ধাপে ধাপে লিখে দেন আমাদের ভালোবাসা,
তবে কেনো বলতে হবে ভালোবাসি।
এই ভালোবাসাটাই যে আমি আর তুমি।
তবুও বলে যাই কিশোরীর স্পন্দনে -লাজুক ঠোঁটে ভালোবাসি তোমাকেই
সৃষ্টির প্রথম হতে আগামী শেষ পর্যন্ত
ভালোবাসি তোমাকেই।

Powered by themekiller.com