ইশ্বর
নির্মাল্য ঘোষ
ইশ্বর আমার ঘর গুছিয়ে দেন মাঝে মাঝে…
অভ্যাস বশে যে বলেছিল
‘ ভালোবাসি ‘
সে এখন দেখে দূর থেকে…
যদিও জানে…
নেমে যেতে হবে শেষ স্টেশনে…
সূর্য ডোবার আগে…
তবুও সে দেখে…
কিম্বা খোঁজে…
আমার হৃদয়ের শেষ চোরা কুঠুরি…
অভ্যাস বশে…
এখনও…
যদিও আজকাল ইশ্বর আমার ঘর
গুছিয়ে দেন….
মাঝে মাঝে…