Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর দুর্দান্ত কবিতা ” হারাবার নেই”

কবি লাজু চৌধুরীর দুর্দান্ত কবিতা ” হারাবার নেই”

শরীর জুড়ে যে নীল শাড়ি পড়ে আছে….
সে তোমার উপন্যাসের পাতা।
বৃষ্টি পড়ছে রাত জুড়ে ..
আলো হীন ঘরে,
কিছু হারাবার নেই,
তোমার অস্তিত্ব উপন্যাসের পাতা জুড়ে।

কখন অন্ধকার কেটে ভোর হলো…
জেগে উঠলো যান্ত্রিক শহর।
এভাবেই তোমার একটি দিন যায়..
আর একটি রাত আসে,
তুমি আছো বলেই…
উপন্যাসের পাতা জন্ম হয়…

আনমনে একটি নারীর জন্ম নেয়….
নিজের অজান্তেই সেই নারী হাত জুড়ে চুড়ি পড়ে
গভীর রাতে সেই নারীর অপেক্ষায় থাকো…
রিনি ঝিনির শব্দে কখন তোমার কলম…
নড়েচড়ে বসবে।

লাজু চৌধুরী / হারাবার নেই

Powered by themekiller.com