Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “আমার প্রস্থান”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “আমার প্রস্থান”

আমার প্রস্থান

সারমিন জাহান মিতু

১/২/২০২৩

এমন যদি হয় কখনো হারিয়ে গেছি আমি,
সুপ্রভাতের পূজার ঘরে
কিংবা সাজের বেলায় হয়নি পূজা
তোমার নামে কোন প্রার্থনায়।
ভাববে তুমি হয়তো আমি
ঠাকুরঘরে লুকিয়ে আছি
না হয় তুলসী তলায়।
এ ঘর হতে ও ঘর খুঁজবে যখন তুমি আমায়
আমি তখন তারার দেশের সুখ বিলাসী
দুঃখ দিলাম তোমায়।
পরবে মনে এই আমাকে
আপন করার মায়ায়।
গভীর রাতে একলা যখন
ঘুমের ঘোরে ডাকবে তখন নামটি শুধু আমার,
আসবো আমি স্বর্গ হতে ছুঁয়ে যাবো তোমায়।
দেখবে কেমন পাহাড় হৃদয়
ভিজে যাবে দুঃখ নদীর জোয়ার।
তখন তোমার একলা হবার বড্ড বেশি ভয়,
বলবো আমি চাইতে তুমি একলা হতে
আমার শত বায়না গুলো উড়িয়ে দিতে হাসির ছলে
বড্ড অবহেলায়।
আমার হাজার ভালোবাসায় মন হারায়নি তোমার
তোমার কাছে পাগলামি সব ধুত্তুরি ছাই ভাবনায়।
আজকে কেনো চাইছো আবার তোমার হতে আমায়,
আমি এখন রাতের তারা
দিনের বেলায় ঝিমিয়ে থাকি যাবেনা আর ছোঁয়া।
এখন তুমি একলা থাকো
দুঃখের সাথে জড়িয়ে রেখো আমার ভালোবাসা।
আমি আর ডাকবো না যে কাজের ভিড়ে
একটু শুধু আমার হতে।
চলে গেছি হয়তো আমি তোমার ছেড়ে বহুদূরে
এখন তুমি একলা থাকো
আমার মুছে যাওয়া সিঁথির সিঁদুর তোমার জীবন রাঙিয়ে রাখুক।

Powered by themekiller.com