Breaking News
Home / Breaking News / চাঁদপুর লেখক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

চাঁদপুর লেখক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর লেখক পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ জানুয়ারি বিকাল ৫ টায় শহরস্হ সাহিত্য একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চা়ঁদপুর লেখক পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার আবুল বাশার, চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা, সংগঠনের উপদেষ্টা আবৃত্তিশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কবি ও লেখক মাহবুবুর রহমান সেলিম, সংগঠনের সম্মানিত সদস্য আবদুল গনি, অধ্যাপক গোলাম মোস্তফা খান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম আর হারুন, সাংগঠনিক সম্পাদক এন কে সুমন পাটওয়ারী, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী, সংগঠনের সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, চাঁদপুর লেখক পরিষদের দপ্তর সম্পাদক রাজিব মুহম্মদ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল খান রাজিব। কবিতা পাঠ করেন, অধ্যাপক দুলাল চন্দ্র দাস, অধ্যাপক গোলাম মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার, সেমিনার বিষয়ক সম্পাদক এমটি ইসলাম তাপু।

অনুষ্ঠানে সংগঠনের ইতিবৃত্ত সংক্ষিপ্তসারে তুলে ধরেন চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান চলাকালে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম আর হারুনের কাব্যগ্রন্হ ‘ ছেঁড়া জুতা’ বই উন্মোচন ও উপহার দেয়া হয়।
আলোচনা ও কবিতাপাঠ শেষে কেক কাটা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার।

error: Content is protected !!

Powered by themekiller.com