Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

এক পশলা বৃষ্টি

মাসুদা বিউটি

আমার স্বপ্নের ক্যানভাসে অজান্তেই
ভেসে ওঠে অনিন্দ্যসুন্দর এক ছবি
একটু আগেই হয়ে গেল এক পশলা বৃষ্টি,
সোনালী স্মৃতির ঝরোকার মতো
ঝরে গেল অনায়াসেই!
মৃদু সুখের ধাক্কা দিয়ে যায় আমার মনে,
একান্ত মুহূর্তে-
রিমঝিম ছন্দে চলে বৃষ্টির
তাল,লয়,সুর
আমি খুঁজি সেই ছবি দেখার অজুহাত,
এটা ভালোবাসা কি না আমি জানি না।
প্রেমের স্মৃতিমঞ্জরী-
নীল সৌন্দর্যে রাখার তীব্র আকাঙ্ক্ষা
একাকিত্বের নীলবিষাদে দুঃখ বিলাস!
অভিমানে হিম হয়ে আসে আমার চোখের জল,
কাজলাদিঘির টলটলা জলের মতো।
অবিরাম ঝরে যাও বৃষ্টি
এক পশলা নয় অনেক,
অ-নে-ক বৃষ্টি চাই আমি
সারাক্ষণ, সারাদিন, সারাবেলা।
বৃষ্টির মতো-
আমার জীবনের আকুলতা
সে আমার ভালোবাসা।

——————————————–

তারিখ ঃ – 18-01- 2023 ইং ।
শীতের গাঁ ।।

শরীফ নবাব হোসেন ।

শীতের শুকনো গাঁ
চারিদিকে উল্লাসে মাতামাতি
পথের ধূলোয় হাঁটাহাটি
কাজ-কর্মে ব্যস্ত হাত-পা ।

খেজুর গাছে মিষ্টি রস
কার না এমন পছন্দ !
গাছ কাটার দৃশ্য দেখে
প্রাণে জাগে অসীম আনন্দ ! !

বছর বছর কাটে গাছ
হয় তাক তাক
লম্বা গাছটি বাঁকা
দেখতে লাগে চমৎকার !

নদীর ধারে পলির চরে
হলুদ ফুলের রাঙা রাজকন্যা
অপূর্ব মোহনীয় শোভা তার
তাকালে অনিমেষ মন ভরে ।

ক্ষেতের মাঝ দিয়ে সরু পথ
গিয়েছে মিলে নদীর তীরে
অল্প জলে করে গোসল
সাথে বারি নিয়ে ফিরে ।।

শীতের সকাল সাঁঝে
গাঁয়ের দৃশ্য অনুপ মনোমুগ্ধকর
না দেখলে হবে না অনুভব
যাতে আপন সত্তাকে করেছে পর ।

– শরীফ নবাব হোসেন ।

——————————————–

★ তবুও ভোর হয় ★
… মনিরা ইসলাম
তাংঃ১৮/০১/২০২৩
—————————–
তবুও নির্ঘুম রাত্রি গুলো ভোর হয়
দিনের দেনা মেটাতে
ঘড়ির কাঁটার টিক টিক শব্দে খুলতে থাকে
আরও একটা দিনের পলেস্তরার
গল্পেরা খোঁজে বাতাসে হৃদয় পোড়ার গন্ধ
পরিযায়ী পাখিরা তখনও উষ্ণতার খোঁজে
পাড়ি দেয় হাজার মাইলের লম্বা পথ।
আর এই আমি
উম্মুক্ত রথে চষে বেড়াই কবিতার প্লট
বর্ণমালার হৃদয় চিরে নিংড়ে আনি কিছু শব্দ
পটে আঁকা ক্যানভাসে ফুটিয়ে তুলি সোনা রোদ্দুর
তারপর
তারপর অনন্ত অপেক্ষার প্রহর গুনতে গুনতে
ফিরে আসে একটা সৈন্যাসি বিকেল
কনে দেখা আলো নিয়ে স্নিগ্ধ গোধূলি!
বেজে ওঠে বেহাগের সুর
দিনের দেনা মেটাতে ঠোঁটে তুলে নিয়েছিলাম
যে কৃত্রিম হাসি টুকু, এবার তার বিসর্জন।
ঝিরিঝির বাতাসে ঢেউ খেলে শিউলির গন্ধ
সমস্ত আলো নিভে যায় রাত্রির বন্দনায়
জোনাকি গুলোর ঘুম ভাঙে
তারাদের সেঁকি আবদার
একটা গল্পে ভরা নির্ঘুম রাত্রি চাই!
আমি মৃদু হেসে বলি তবে তাই হোক
ঠুমরীর তালে ভেসে আসছে ভৈরবী সুর
গল্পের পলেস্তরার খুলতেই দেখি
মায়াবী দুটো চোখ তাকিয়ে আমার চোখে
নিরুত্তাপ উদাসীনতা সেই চোখে
আঁতকে উঠি
হত বিহ্বল হৃদয়ে খুঁজতে থাকি আমার প্রেম
ঈশ্বরের প্রার্থনায় নতজানু হৃদয়
ফিসফিস করে বলে উঠে
আমি তোমাকে হারাতে পারবো না!
তুমি আমার কল্পলোক
উপন্যাসের একমাত্র চরিত্র
তোমাকে ছাড়া গল্প হয় কিভাবে?
ঠিক তখনই বর্ণমালায় ভেসে উঠে তোমার মুখ
আনতো নয়ন, আবেগী ঠোঁট।
একটা পরিপূর্ণ গল্পের জন্য তৈরি আমি
রাতের নক্ষত্রপুঞ্জ আমার সঙ্গী
এক এক করে খুলতে থাকি
তোমার আমার দূর্লভ গল্পের পলেস্তরার
রাত্রি দ্বিপ্রহর, স্পর্শ করি তোমার ঠোঁট
নিঃশ্বাসের গভীরতায় কষ্ট প্রলাপ।
মুয়াজ্জিন এর আযানের ধ্বনি
জানান দেয় আরও একটা দিনের
পলেস্তরার খুলতে যাচ্ছে।
তারাদের ছুটি
তোমার গল্প নিয়ে
এভাবেই নির্ঘুম রাত্রি গুলো ভোর হয়
দিনের দেনা মেটাতে।।
—————————–
(পাণ্ডুলিপি সংরক্ষিত)
রচনা কালঃ ১৮/০১/২০২৩
সিরাজগঞ্জ।

——————————————–

শিরোনাম- ভালো বাসা ভালোবাসা
কলমে -সর্বানী দাস
১৮.১.২৩

একমুঠো স্বপ্ন নিয়ে ভালোবাসার ঘর বাঁধতে এসেছিলাম –
ভালো বাসা পেলাম ঠিকই! পেলাম মনের মত মানুষও!
কিন্তু ভালোবাসা- মনের মানুষ আমার পাওয়া হলো না।
না চাইতেই মনের মতন জিনিসের প্রাচুর্য্য! মনের মত আহার -বাহার- সুখ!
সুখের প্রাচুর্যে উপছে পড়ে আভিজাত্যের অহংকার,
কিন্তু ছোট ছোট চাওয়া -পাওয়া, মুখোমুখি বসা,
হাতে হাত রেখে সুদূরে ভেসে যাওয়া যাওয়া –
সবই অট্টহাস্যের বিদ্রুপ।
সেই বাসায় গজল- ক্লাসিক্যাল সংগীতের চর্চায় বনেদিয়ানার ছাপ সুস্পষ্ট! কিন্তু রবি ঠাকুরের গানে
প্রাণ খোলা ভালবাসা -বিরহের কোনো জায়গা হয়না।
যেখানে অন্তরের স্নেহের থেকে অর্থ মণি মানিক্যের কদর বেশি!
যেখানে স্তব্ধতা নৈঃশব্দকে ছুঁতে পারে না।
এক মুঠো ভালোবাসা হারিয়ে যায় বিপরীত থেকে বিপরীতে – দূরত্ব বাড়ে!
ভালো বাসা থেকে যায় ভালোবাসা নিঃশব্দে হারায়।

——————————————–

শিরোনাম :-অনন্তকালে গোলাপের প্রলাপ
কলমে:-প্রিয়াঙ্কা সেন চৌধুরী
তারিখ:- (18/01/2023)

অনন্ত……
অনন্ত আক্ষেপ করতে শুনেছি তাকে,
সজীবতার পরশ পাথর ধোকা দিয়েছে যাকে
বড়ো ধূসর বাসনা, জমেছে ধূলো
ছেয়ে গেছে মেঘ, ঢেকেছে গোধূলি..
নিভু নিভু বাতি, তীব্র অভিমানে জ্বলছে কূপ!
সস্তা উলে শীত কাটে না,হিমেল বাতাস করে কৌতুক।

শ্বেত পাথর…
শ্বেত পাথরে লাগে লালচে প্রলেপ,
সত্যতা হারিয়ে গেছে, করছে বিলাপ।
আতর গন্ধে ঘুম আসেনা, দীর্ঘতর রাত হয় বিষাক্ত,
সুন্দরের পূজা পর্ব শেষ মধ্য রাতে..
সৌভাগ্য কড়া নেড়ে যায়, কোন সে শুভক্ষনে
বড় নিঠুর বিদায় বেলা, শ্বেতকরবী বনে।

খোলা খাতা….
খোলা খাতায় কবির মনের জল্পনা
কিছুটা আপন, কিছুটা বা শুধুই কল্পনা!
কলমের টান বলে কবি আবার প্রেমে পড়ো
নতুন সূর্য উদিত হবে তবে, কিসের টানে?
লালচে গোলাপ চুরি করে রঙ, আরো বেশী লাল
কবির কবিতা উৎসবে মেতে হয় বেসামাল।

——————————————–
গোলাপ ।।
—————–
# নিখিল বিশ্বাস ।। ১৮.০১.২০২৩.

তোমাকে হারাতে হবে
সে আমার অজানা ছিলো না,
মানুষ চিরদিন অনেক কিছুই রাখতে পারে না,
হয় হারিয়ে যায়, নয়তো সময়ের তাপ ,
ঝড় জলে নষ্ট হয়ে যায়,
শুকিয়ে যায়, পুড়ে যায়, ভেঙে যায়,
কিংবা এমন বিবর্ণ হয়, চেনাই যায় না।

তোমাকে হারাতে হবে
সে আমার অজানা ছিলো না ,
হারানোই তো প্রেমের শেষ পরিণতি,
কিংবা বলা যায়,
হারিয়ে না গেলে প্রেম ঠিক প্রেমই থাকে না,
প্রেম হয়ে যায় হিসেবের খাতা,
সংসার, সাদা কালো অভ্যাস ।

হারাতে যে হবে
সে আমার অজানা ছিলো না,
তবুও একটি গোলাপ ছিঁড়ে পকেটে পুরেছি,
আজও সে পকেটেই আছে,
শুকনো পাপড়ি হয়ে আছে,
গোলাপ আর গোলাপী নেই ,
সুন্দর স্মৃতি হয়ে আছে ।।

©️ নিখিল বিশ্বাস ।।

Powered by themekiller.com