Breaking News
Home / Breaking News / কবি কলামিস্ট ও আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” আসন “

কবি কলামিস্ট ও আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” আসন “

” আসন ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

যে উচ্চতায় ধনাত্বক ঋণাত্বক জেঁকে বসে
যে উচ্চতায় উঠলে ঘাড় কুঁজোও চেয়ে দেখে
সে উচ্চতার উচ্চারণে গ্রন্থিথ হতে চাই বারবার।

আমার প্রতিটি পদক্ষেপ পোস্ট মর্টেম হোক
তীর্যক শব্দগুলো জীবন পাক দুর্বল কণ্ঠে
ছুঁয়ে থাকুক নয়ন কর্ণিকা আমার সমস্ত পদক্ষেপে।

আমি ঐ উঁচুতে উঠে দেখতে চাই জীবন পিঠ
দু’ধারে কতো শৈবাল জমেছে তুলনামূলক শৈলে
দেখতে চাই সেখানেও কে কী কোন চোখ রেখেছে।

দেখেছে কি সরবর, কৈলাসের আদ্যোপান্তু ঘেটে
দেখেছে কি গুল্ম লতার ফাঁকে কতো ফুলও ফোটে
জেনেছে কি কত পথ হেঁটে এ চূড়াই চূড়ান্ত অবশেষে!

তুলনার তুলনামূলক উচ্চতায় উঠে থাকি ঠোঁটে
আমার অস্তিত্ব ঘোষিত হোক কলম,কাগজ, কণ্ঠে
তবুও আমি থাকি, থাকতে চাই সেই সু-উচ্চ প্রাধান্যে।

Powered by themekiller.com